Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গাজিরচর প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ চলছে....
বিস্তারিত

শিক্ষা প্রতিষ্ঠানের নাম :

১৬নং গাজিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সংক্ষিপ্ত বর্ণনা :

২০ শতাংশ ভূমিতে বিদ্যালয়টির একটি পূর্ন পাকা ভবন, ১টি আধাপাকা ভবন, ১টি টিনশেড ঘর, শ্রেণীকক্ষ ৭টি ও অফিস কক্ষ ১টি রয়েছে। বিদ্যালয়টির সামনে দিয়ে বাজিতপুর-কুলিয়ারচর রাস্তা চলে গেছে। এটি একটি মনোরম পরিবেশে অবস্থিত।

প্রতিষ্ঠাকাল :

১৯২৭ খ্রি:

ইতিহাস :

তৎসময়ে মরহুম আলহাজ্ব আনুয়ার উদ্দিন মিয়া সাহেব এলাকার শিশুদের লেখাপড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৎসময়ে অত্র এলাকার ধন্যাঢ্য ব্যক্তি হিসেবে স্ব উদ্যোগে ২০ শতাংশ ভূমির উপর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

৬০৩ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) :

শিশু শ্রেনী : ৩০ জন

১ম শ্রেণী : ১১৭ জন

২য় শ্রেণী : ১১২ জন

৩য় শ্রেণী : ১২৯ জন

৪র্থ শ্রেণী : ১২৬ জন

৫ম শ্রেণী : ৮৯ জন

মোট :   ৬০৩ জন।

পাশের হার :

বার্ষিক পরীক্ষা (১ম-৪র্থ) : ৭৮%

শিক্ষক ও কর্মচারীর তালিকা :

১। নাজমা আক্তার খাতুন (প্রধান শিক্ষক), সহকারী শিক্ষকবৃন্দ : ২। মো: ইসমাইল, ৩। রেবেকা সুলতানা, ৪। মুহাম্মদ মাসুদ রানা, ৫। খন্দকার বিলকিছ বেগম, ৬। নাজনীন নাহার, ৭। মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ৮। শামীমা বিলকিছ শিউলী, ৯। বিপাশা বণিক।  

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

সভাপতি জনাব আতিকুল হক বাবুল সহ ১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি রয়েছে।  

বিগত ৫ বছরের সমাপনী/

২০১১-৯৯%, ২০১০-৯২%, ২০০৯-৯৬%, ২০০৮-৯৬%, ২০০৭-৯৮%।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল :

২০১১-ট্যালেন্টপুলে-০৩ জন, সাধারণ গ্রেডে-০৪ জন, ২০১০-ট্যালেন্টপুলে-০০ জন, সাধারণ গ্রেডে-০৩ জন, ২০০৯-ট্যালেন্টপুলে-০১ জন, সাধারণ গ্রেডে-০৩ জন, ২০০৮-ট্যালেন্টপুলে-০১ জন, সাধারণ গ্রেডে-০৩ জন, ২০০৭-ট্যালেন্টপুলে-০১ জন, সাধারণ গ্রেডে-০৪ জন,

শিক্ষা বৃত্তির তথ্য :

সরকারী বিধি মোতাবেক ২৫৭ জন শিশুর জন্য একক কার্ড ২৫১টি এবং যৌথ ০৩ টি কার্ড করা হয়েছে।

অর্জন :

বিদ্যালয়ের গ্রেড-এ, শতভাগ ভর্তি, ৭জন বৃত্তি প্রাপ্ত, খেলাধূলায় জেলা চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন। সাংস্কৃতিক কর্মকান্ডেও শিক্ষার্থী অগ্রসর।

ভবিষ্যত পরিকল্পনা :

ইউনিয়নের সেরা স্কুলটিকে নিম্নমাধ্যমিকে রূপান্তরের প্রচেষ্টা। শিক্ষার গুনগত মান উত্তরোত্তর বৃদ্ধি করা।

যোগাযোগ :

গ্রাম ও পো: গাজিরচর, ওয়ার্ড নং : ৭, উপজেলা : বাজিতপুর, জেলা : কিশোরগঞ্জ।

Email-gazirchargps@gmail.com

ছবি (মেইন গেট)